চীফ রিপোর্টার:
প্রথম বাংলা - সাধারন জনগনের কাছে ব্যাপকভাবে প্রশংসিত, সৎ ও নিষ্ঠাবান গাজীপুর মেট্রোপলিটনের সুযোগ্য কমিশনার মোল্যা নজরুল ইসলাম।
দেশের উত্তর, উত্তর-পশ্চিমাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চল ও ময়মনসিংহ বিভাগের যোগাযোগ ব্যবস্থার লাইফ-লাইন হিসেবে পরিচিত চৌরাস্তা-ভোগড়া, ঢাকা - ময়মনসিংহ মহাসড়ক। ঘন্টার পর ঘন্টা যানজটই ছিল এখানকার নিয়তি। সেখানকার যানজট অসহনীয় থেকে সহনীয় মাত্রায় স্বাভাবিক করেছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোল্যা নজরুল ইসলাম। শৃঙ্খলা ফিরিয়েছেন মহাসড়কে। অর্থনৈতিক গতিপ্রবাহে যোগ করেছেন নতুন মাত্রা। জনপ্রতিনিধি, পেশাজীবি, রাজনীতিবিদ ও সুশীল সমাজের প্রতিনিধিসহ সাধুবাদ পেয়েছেন গাজীপুর নগরবাসীর।
স্থানীয় আইনশৃঙ্খলার উন্নয়নেও দেখিয়েছেন অসামান্য সাফল্য। দক্ষ পরিকল্পনা ও নেতৃত্বের মাধ্যমে পুলিশের ইতিবাচক ভাবমূর্তি প্রতিষ্ঠা করেছেন। উচ্ছ্বসিত প্রশংসা পেয়েছেন বাংলাদেশ গার্মেন্টস মেনুফ্যাকচারাস এন্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন—বিজিএমইএ’র।
জিএমপির কমিশনার মোল্লা নজরুল ইসলাম খুলনা বিভাগের নড়াইল জেলার সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রী সম্পন্ন করেন। ২০০১ সালে ২০তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বাংলাদেশ পুলিশে যোগদান করেন।
২০০৭ সালে গাইবান্ধা জেলায় অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে যোগ দেন জিএমপির কমিশনার মোল্লা নজরুল ইসলাম । এরপর ২০১২ সালে তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনারের (ডিসি ডিবি) দায়িত্ব দেওয়া হয়। ২০১৫ সালে তাকে জয়পুরহাট জেলার পুলিশ সুপারের দায়িত্ব দিয়ে প্রেরণ করা হয়। ২০১৬ সালে জয়পুরহাট মিশন শেষে মোল্যা নজরুল ইসলামকে বিশেষ পুলিশ সুপার পদে অপরাধ তদন্ত বিভাগে নিয়ে আসা হয়। ২০১৯ সালে অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) পদে পদোন্নতি পাওয়ার পর তাকে দায়িত্ব দেওয়া হয় আরেক বিশেষায়িত ইউনিট নৌ পুলিশে। ২০২২ সালের ১৩ জুলাই তিনি গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে যোগদান করেন।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল