৯ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৬শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রচ্ছদ স্বাস্থ্য স্বাস্থ্য মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব এ.কে.এম ফজলুল হকের সংবর্ধনা অনুষ্ঠিত।।
১৬, নভেম্বর, ২০১৯, ৯:৩৫ অপরাহ্ণ -

মারুফ হোসেন কমলঃ ময়মনসিংহে সিটি করপোরেশনের শহীদ শাহাবুদ্দিন মিলনায়নে অদ্য ১৬/১১/২০১৯ রোজ শনিবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব এ. কে.ফজলুল হকের সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

ময়মনসিংহ বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাঃ মোঃ অাবুল কাশেম মহোদয়ের সভাপতিত্বে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত হয়ে মূল্যবান বক্তব্য প্রদান করেন ডাঃ মোঃ হাবিবুর রহমান(এম অাই এস) পরিচালক,স্বাস্থ্য অধিদপ্তর;ডাঃ মোঃ অাব্দুল গণি,প্রাক্তন পরিচালক(স্বাস্থ্য) ময়মনসিংহ বিভাগ,ডাঃ হাসান শাহরিয়ার কবীর,পরিচালক(স্বাস্থ্য) চট্রগ্রাম বিভাগ; ডাঃ হেলাল উদ্দিন,সিভিল সার্জন,নরসিংদী ; ডাঃ মোস্তফা খালেদ অাহমেদ,পরিচালক(স্বাস্থ্য) রংপুর বিভাগ; ডাঃ অানওয়ার উল অামীন অাকন্দ,সিভিল সার্জন,মানিকগঞ্জ ;ডাঃ তাজুল ইসলাম খান,নেত্রকোণা;ডাঃ মোঃ অাবুল কাশেম অানওয়ারু রউফ;ডাঃ গৌতম রায়,সিভিল সার্জন,জামালপুর;ডাঃ মোঃ মুজিবুর রহমান ময়মনসিংহ ও ডাঃ প্রফুল্ল কুমার সাহা,তত্বাবধায়ক ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল, জামালপুর প্রমুখ।সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতি সহ সম্মানিত অতিথিগণ সহ স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা-কর্মচারীগণ সংবর্ধিত অতিথিকে ফুলেল শুভেচছায় অভিসিক্ত করেন।

ছবি কৃতজ্ঞতাঃ রেড মিল্লাত