১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ ঢাকা দুদক এনফোর্সমেন্ট ইউনিট কর্তৃক পাসপোর্ট অফিসে অভিযান।।
২০, মার্চ, ২০২৩, ২:৪৪ অপরাহ্ণ - প্রতিনিধি:

চীফ রিপোর্টার:- দুদক এনফোর্সমেন্ট ইউনিট হতে গতকাল ০৫টি অভিযোগের বিষয়ে (০২টি অভিযান ও ০৩ টি দপ্তরে পত্র প্রেরণ) পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

আঞ্চলিক পাসপোর্ট অফিস, চাঁপাইনবাবগঞ্জ এর কর্মকর্তাদের বিরুদ্ধে দালালদের সাথে যোগসাজসে গ্রাহকদের পাসপোর্ট সেবা প্রদানে ঘুষ দাবি ও হয়রানির অভিযোগে দুর্নীতি দমন কমিশন, জেলা কার্যালয়, রাজশাহী হতে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। দুদক টিম চাঁপাইনবাবগঞ্জ পাসপোর্ট অফিসে কিছু সময় ছদ্মবেশে অফিসের কার্যক্রম এবং কর্মরত কর্মচারী, আনসার সদস্যদের গতিবিধি পর্যবেক্ষণ করে। পরবর্তীতে আগত সেবা গ্রহীতাদের সাথেও কথা বলে। পাসপোর্ট অফিসে কর্মরত আনসার সদস্যদের সাথে দালালদের যোগসাজশ পাওয়া গেলে সংশ্লিষ্ট দপ্তরের অফিস প্রধানের সন্মুখে তারা ভবিষ্যতে জনভূগান্তি সৃষ্টি করবেন না মর্মে অঙ্গীকার করেন।