সেলিম মিয়া(চীফ রিপোর্টার) :
মানবাধিকার সাংবাদিকতার উপর দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অদ্য ১৬/১১/২০১৯ রোজ শনিবার ময়মনসিংহ নগরীর দুর্গাবাড়ী রোডস্থ গ্রীণ পার্ক রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়।
“Media Workshop
Enhance Capacity on Freedom of Expression and Human Rights Reporting,
Focusing violent extremism, tolarance, peace and harmony Using National instrument and UN Guideline”
শিরোনামে ভয়েসের উদ্যোগে ব্যতিক্রমধমী ও সময়োপযোগী প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করেন ময়মনসিংহ বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) অাবুল হাসানাত মোহাম্মদ লোকমান।ভয়েসের সমন্বয়কারী আহমেদ স্বপন মাহমুদের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন বিটিভির জামালপুর প্রতিনিধি মোস্তফা বাবুল, কালের কন্ঠের ময়মনসিংহ প্রতিনিধি নিয়ামুল কবির সজল, দৈনিক মাটি ও মানুষ পত্রিকার সম্পাদক আশিক চৌধুরী,অনিন্দ্য বাংলার সম্পাদক শেখ মুজিবুর রহমান মিন্টু প্রমুখ।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিভাগীয় প্রেসক্লাবের মুখ্য সমন্বয়কারী কবি স্বাধীন চৌধুরী। পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশানের মাধ্যমে মানবাধিকার সাংবাধিকতার বিভিন্ন দিক,তথ্য অধিকার অাইন ও ভায়োলেন্সের চিত্র তুলে করেন ভয়েসের কর্মকর্তা অাফতাব খান শাওন।
মানবাধিকার সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় ময়মনসিংহ, জামালপুর, শেরপুর এবং নেত্রকোনা জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার প্রথিতযশা সাংবাদিকবৃন্দের পাশাপশি তরুণ প্রতিশ্রুতিশীল অনেক সাংবাদিকও উপস্থিত ছিলেন।কর্মশালায় উপস্থিত সম্পাদক ও সাংবাদিকগণ প্রথমবারের মতো ময়মনসিংহে অনুষ্ঠিত এই ধরনের সময়োপযোগী কর্মশালার ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এই ধরনের প্রশিক্ষন কার্যক্রম অব্যাহত রাখতে ভয়েসের প্রতি অাহবান জানান।উল্লেখ্য জনপ্রিয় অনলাইন পোর্টাল ” Totthopratidin. Com ” এর নির্বাহী সম্পাদক সুমন চন্দ্র ঘোষ এবং তথ্য প্রতিদিনের চীফ রিপোর্টার ও প্রথম বাংলার সম্পাদক সেলিম মিয়া মানবাধিকার সাংবাদিকতা বিষয়ক অদ্যকার প্রশিক্ষণ কর্মশালায় যোগ দেন।