শামীম খান, গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
ময়মনসিংহের গৌরীপুরের অগ্নিকাণ্ডে দোকান পাট ও ঘর সহ শতাধিক স্থাপনা পুড়ে গেছে। গত বুধবার রাতে উপজেলার শ্যামগঞ্জ বাজারের মোদক পট্টি এলাকায় এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাতে শ্যামগঞ্জ বাজারের মোদকপট্টির এলাকার রং ব্যবসায়ী সালাম মোড়লের দোকান থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দাদের ঘর সহ ব্যবসায়ীদের ছোট-বড় শতাধিক দোকান পুড়ে যায়। ক্ষয়ক্ষতির পরিমাণ ১০০ কোটি টাকার মতো।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে বীরমুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি, ময়মনসিংহ ও নেত্রকোনার ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ময়মনসিংহ জেলা প্রশাসক মোস্তাফিজার রহমান, উপজেলা চেয়ারম্যান মোফাজ্জল হোসেন খান ও ইউএনও ফৌজিয়া নাজনীন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোমনাথ সাহা ঘটনাস্থলে পরিদর্শন করেছেন।
চাল ব্যবসায়ী বাদল চন্দ্র সাহা বলেন, আগুনে আমার দোকানে থাকা পৌনে তিন লাখ টাকা সহ ১৫ লক্ষ টাকার চাল পুড়ে গেছে। আমি নিঃস্ব হয়ে গেছি।
গৌরীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোঃ শাহজাদা বলেন, ময়মনসিংহ সদর, গৌরীপুর, ধোবাউড়া ও নেত্রকোনা সদর, পূর্বধলা ফায়ার সার্ভিস স্টেশনের সাতটি ইউনিট ঘটনাস্থলে এসে তিন ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া নাজনীন বলেন, দোকান পাট ও ঘরবাড়ি মিলিয়ে শতাধিক স্থাপনা পুড়ে গেছে। ধারণা করা হচ্ছে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। স্থানীয়দের দেয়া তথ্যমতে ক্ষয়ক্ষতির পরিমাণ ১০০ কোটি টাকার মতো। ক্ষতিগ্রস্তদের তালিকা করে সহযোগিতার উদ্যোগ নেয়া হবে।