১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ অপরাধ, ঢাকা গাজীপুর ও চট্টগ্রামে দুদক এনফোর্সমেন্ট ইউনিটের অভিযান
২৩, মার্চ, ২০২৩, ৫:৪৮ অপরাহ্ণ - প্রতিনিধি:

চীফ রিপোর্টার: – দুদক এনফোর্সমেন্ট ইউনিট হতে ২৩ মার্চ বৃহস্পতিবার ০২টি অভিযোগের বিষয়ে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ২ টি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়।

আঞ্চলিক পাসপোর্ট অফিস, চট্রগ্রাম এর কর্মকর্তাদের বিরুদ্ধে পাসপোর্ট সেবা প্রদানে গ্রাহকদের হয়রানির অভিযোগের প্রেক্ষিতে জেলা কার্যালয় চট্টগ্রাম-১ হতে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানের শুরুতে টীম ছদ্মবেশে সাধারণ মানুষের নিকট থেকে অভিযোগ বিষয়ে বক্তব্য নেয়। গ্রাহকগণ জানান যে, দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকতে হয় কিন্তু দালালকে ৫০০/১০০০ টাকা প্রদান করলে লাইনে দাঁড়াতে হয় না। পাসপোর্ট অফিসের কর্মকর্তারা এসকল অনিয়মের সাথে জড়িত মর্মে তাদের বক্তব্যে উল্লেখ করেন। তাছাড়াও উক্ত অফিসে দায়িত্বরত পুলিশ ও আনসার সদস্যরা তাদের দায়িত্ব সঠিকভাবে পালন না করে দালালদের সহযোগিতা করেন মর্মে তাদের বক্তব্যে উল্লেখ করেন। অভিযানকালে অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিদের সতর্ক করা হয়। বিভিন্ন অনিয়মের বিষয়ে উক্ত অফিসের উপপরিচালকে জানানো হলে ভবিষ্যতে এধরণের অনিয়ম হবে না বলে দুদক টিমকে আশ্বস্ত করেন।

কাশিমপুর ভূমি অফিস, টঙ্গী রাজস্ব সার্কেল, গাজীপুরের কর্মচারীদের বিরুদ্ধে জমির খাজনা গ্রহণ ও নামজারিসহ অন্যান্য সেবা প্রদানে গ্রাহক হয়রানি এবং দালালদের মাধ্যমে ঘুস দাবির অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, জেলা কার্যালয়, গাজীপুর থেকে একটি এনফোর্সমেন্ট টিম অভিযান পরিচালনা করে। অভিযানে একজন দালালকে হাতেনাতে ১০,০০০/- ( দশ হাজার) টাকাসহ ৪ টি নামজারীর গ্রাহক কপি ও কাগজে গ্রাহকের সাথে লেনদেনের সংকেত ও মোবাইল নাম্বারসহ কিছু চিরকুট পাওয়া যায়। এছাড়াও অন্যান্য অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। টিম ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ও ধৃত দালাল এর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), গাজীপুর- এর নিকট হস্তান্তর করে।