১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ গৌরীপুর গৌরীপুরে জাতীয় গণহত্যা দিবস পালিত
২৫, মার্চ, ২০২৩, ৬:১১ অপরাহ্ণ - প্রতিনিধি: ,

শামীম খান,গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের গৌরীপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ২৫ মার্চ জাতীয় গণহত্যা দিবস।

দিবসটি উদযাপন উপলক্ষে শনিবার গৌরীপুর উপজেলা প্রশাসনের উদ্যাগে শালীহর বধ্যভূমিতে পুষ্পার্ঘ্য অর্পণ, প্রামাণ্য চিত্র প্রদর্শন ও স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বধ্যভূমিতে স্মৃতিচারণ সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া নাজনীন, উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার নিলুফার ইয়াসমিন জলি, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আশরাফুল ইসলাম, সহকারি শিক্ষা অফিসার আবু রায়হান, হাদিউল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহেল রানা পাপ্পু, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুর রহিম, মুক্তিযোদ্ধা ইকবাল হোসেন প্রমুখ।