১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ জাতীয়, সারা বাংলা মহান স্বাধীনতা যুদ্ধে শহীদ পুলিশদের প্রতি রাজারবাগে শ্রদ্ধা জ্ঞাপন
২৭, মার্চ, ২০২৩, ১২:১৯ পূর্বাহ্ণ - প্রতিনিধি:

চীফ রিপোর্টার: -২৬শে মার্চ! মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস – ২০২৩।

১৯৭১ সালের ২৫শে মার্চ কালরাতে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে মুক্তিযুদ্ধের প্রথম বুলেটটি ছোঁড়া হয় রাজারবাগের পুলিশের অস্ত্র থেকে। এ প্রতিরোধ যুদ্ধে শহীদ হন রাজারবাগের অনেক সাহসী বীর পুলিশ সদস্য। এছাড়াও মহান স্বাধীনতা যুদ্ধে দেশের বিভিন্ন স্থানে শহীদ হন স্বাধীনতাকামী পুলিশ সদস্যরা।

 

রবিবার (২৬ মার্চ ২০২৩ খ্রি.) সকাল ৮:৩০ টায় মহান স্বাধীনতা দিবসে শহীদ পুলিশ সদস্যদের সম্মানে রাজারবাগে নির্মিত শহীদ স্মৃতিস্তম্ভে তাদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান এমপি।

বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম-বার, পিপিএম।

ডিএমপির পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন কমিশনার খন্দকার গোলাম ফারুক বিপিএম-বার, পিপিএম।

বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের সভাপতি ও অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (এসবি) মোঃ মনিরুল ইসলাম বিপিএম-বার, পিপিএম-বার শ্রদ্ধা জ্ঞাপন করেন।

বাংলাদেশ পুলিশ উইমেন্স নেটওয়ার্ক (BPWN) এর নেতৃবৃন্দ শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।

পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন পুনাক সভানেত্রী ডা. তৈয়বা মুসাররাত জাঁহা চৌধুরী।

এসময় বাংলাদেশ পুলিশের অন্যান্য ঊর্ধবতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এর আগে ডিএমপির একদল চৌকস পুলিশ সদস্য মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে সশস্ত্র সালামি প্রদান করেন। সেই সাথে বেঁজে উঠে বিউগলের করুণ সুর।

 

 

 

 

সুত্র, DMP news