চীফ রিপোর্টারঃ
রাজধানীর খিলগাঁও দক্ষিণ বনশ্রী এলাকার একটি বাড়ির ছয়তলা থেকে আহমেদ মনসুর ওরফে মনসুর আলী (৩৮) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৬ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে বাসার দরজা ভেঙে মরদেহটি উদ্ধার করা হয়।
খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বলেন, দক্ষিণ বনশ্রীর ওই বাসায় উলঙ্গ অবস্থায় মনসুরের মরদেহ পাওয়া যায়। বাসাটিতে মনসুরসহ তিনজন থাকতেন।
তিনি বলেন, রাতে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বাসাটির দরজা ভেঙে ফ্লোর থেকে মরদেহটি উদ্ধার করি। তবে তার শরীরে তেমন কোনো আঘাত দেখা যায়নি। ধারণা করা হচ্ছে স্ট্রোক করে তার মৃত্যু হয়েছে। এছাড়া কিছু খেয়ে থাকলে সেটা ময়নাতদন্ত প্রতিবেদন পেলে জানা যাবে।
মনসুর একটি অনলাইন সংবাদমাধ্যমেরকর্মী ছিলেন বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা। মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।