চীফ রিপোর্টার: - রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে ভয়ংকর মাদক (মিথাইল এ্যামফিটামিন) আইসসহ ১ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যাত্রাবাড়ী থানা পুলিশ। গ্রেফতারকৃতের নাম- মোঃ ইব্রাহিম তালুকদার।
মঙ্গলবার (২৮ মার্চ ২০২৩ খ্রি.) সন্ধ্যা ৬:৪৫ টায় যাত্রাবাড়ী থানার যাত্রাবাড়ী চৌরাস্তা এলাকায় অভিযান চালিয়ে তাকে ভয়ংকর মাদক (মিথাইল এ্যামফিটামিন) আইসসহ গ্রেফতার করা হয়।
যাত্রাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ মফিজুল আলম ডিএমপি নিউজকে জানান, ২ জন মাদক কারবারি যাত্রাবাড়ী থানার যাত্রাবাড়ী চৌরাস্তা এলাকায় মাদক বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে মর্মে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় যাত্রাবাড়ী থানা পুলিশ। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পালানোর সময় ইব্রাহিমকে গ্রেফতার করা হয়। এসময় তার হেফাজত থেকে ১০০০ গ্রাম ভয়ংকর মাদক (মিথাইল এ্যামফিটামিন) আইস উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত ইব্রাহিমের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় একটি মামলা রুজু করা হয়েছে।
সুত্র, DMP newsল
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল