৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ ময়মনসিংহ ময়মনসিংহ জেলা মটরযান কর্মচারী ইউনিয়নের সভাপতি আব্দুল সালাম সাঃ সম্পাদক চানু নির্বাচিত
১৭, নভেম্বর, ২০১৯, ২:০৬ অপরাহ্ণ -

এনামুল হক ছোটনঃ
ময়মনসিংহ জেলা মটরযান কর্মচারী ইউনিয়নের এি-বার্ষিক নির্বাচন গত ১৫ অক্টোবর (শুক্রবার) ময়মনসিংহের জেলা মটরযান কর্মচারী ইউনিয়ন এর কার্যালয়ে সকাল ৯ টা হতে বিকাল ৫ টা পর্যন্ত অনুষ্ঠিত হয়। ভোট প্রদান শেষে ভোট গণনার কাজ শুরু হয়।ভোট গননা শেষে সভাপতি পদে আব্দুল সালাম হারিকেন প্রতীকে নিয়ে ৪৬১৬ ভোট পেয়ে বেসরকারি নির্বাচিত হন।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী নজরুল ইসলাম ৪৫৭১ পান।যা নির্বাচিত প্রাথী চেয়ে ৪৫ ভোট কম।সভাপতি পদে প্রার্থী ছিলেন মোট ০৪ জন। সাধারণ সম্পাদক পদে মোঃ সানোয়ার হোসেন চানু ছাতা প্রতীক নিয়ে ৫০০৫ ভোট (প্রার্থীদের মধ্যে সবোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হন।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাইকেল প্রতীক পায় মাত্র ২২৫৪ ভোট। সহ সভাপতি পদে হারুন চাঁদ প্রতীক নিয়ে, যুগ্ম সাধারণ সম্পাদক পদে আলী রিকশা প্রতীক নিয়ে ৪৭৯২ ভোট, সাংগঠনিক পদে বিকাশ ফুটবল প্রতীক নিয়ে,প্রচার সম্পাদক পদে স্বপন মাইক প্রতীক নিয়ে,কার্যকরী কমিটির সভাপতি পদে মানিক গরুরগাড়ি প্রতীক নিয়ে, কোষাধ্যক্ষ পদে সিরাজুল ইসলাম টেবিল প্রতীক নিয়ে ৪৩৬০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। নির্বাচনে মোট ভোটার ১০৩০৯ ভোটের মধ্যে ভোট দিয়েছেন ৯৪৯৪ভোটার, যা মোট ভোটার এর ৯২% ভোট।