চীফ রিপোর্টার: - রাজধানীর ইস্কাটন গার্ডেন এলাকা থেকে ২টি চোরাই সিএনজিসহ চক্রের ১ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-মতিঝিল বিভাগ।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ আমির হোসেন। গ্রেফতারের সময় তার নিকট থেকে ২টি চোরাই সিএনজি উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ মার্চ ২০২৩ খ্রি.) বিকাল ৪:০০ টায় রমনা থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিম।
অভিযানে নেতৃত্ব দেয়া সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিমের সহকারী পুলিশ কমিশনার এস. এম হাসান সিদ্দিকী ডিএমপি নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মহানগর এলাকায় বিশেষ অভিযান পরিচালনাকালে সংবাদ আসে চোর চক্র রমনার ইস্কাটন গার্ডেনের সামনে চোরাই সিএনজি নিয়ে অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে ঐ এলাকায় অভিযান পরিচালনা করা হয়। পুলিশের উপস্থিতি বুঝতে পেয়ে পালানোর চেষ্টাকালে আমিরকে গ্রেফতার করা হয়। এসময় তার হেফাজত হতে উদ্ধার করা হয় ২টি চোরাই সিএনজি।
এ ঘটনায় গ্রেফতারকৃত আমিরের বিরুদ্ধে রমনা থানায় একটি মামলা রুজু করা হয়েছে।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল