১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ অপরাধ, ঢাকা অস্ট্রেলিয়ান পর্যটককে হয়রানিকারী ব্যক্তিকে গ্রেফতার করেছে ডিএমপি
৩, এপ্রিল, ২০২৩, ৭:২৬ অপরাহ্ণ - প্রতিনিধি:

চীফ রিপোর্টার: – সম্প্রতি ঢাকার কারওয়ান বাজার এলাকায় এক অস্ট্রেলিয়ান ট্রাভেল ব্লগারকে হেনস্তার দায়ে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও থানা পুলিশ।

অস্ট্রেলিয়ান নাগরিক ও ট্রাভেল ব্লগার লিউক ডেম্যান্ট ৪ দিন আগে ফেসবুকে একটি ট্রাভেল ভিডিও আপলোড করেন। সেখানে দেখা যায়, কারওয়ান বাজার থেকে একজন বয়স্ক লোক তার সাথে বিরক্তিকর আচরণ করছে। লিউক ডেম্যান্টের ফেসবুকে প্রায় ৩.২ মিলিয়ন ফলোয়ার। এই ভিডিওটি ফেসবুকে আপলোড করলে সেটা নেট দুনিয়ায় ভাইরাল হয়ে যায়। ফেসবুকে তার এ ভিডিওটি ৯.২ মিলিয়ন ভিউ হয়।

ভিডিওটি ঢাকা মেট্রোপলিটন পুলিশের নজরে আসলে তেজগাঁও থানা পুলিশের একটি চৌকষ টীম হাতিরঝিল থানার একটি টীমের সহায়তায় গত ০২ এপ্রিল, ২০২৩ দিবাগত রাত আনুমানিক ১২ টার দিকে কারওয়ান বাজার ক্রসিং এর কাছ থেকে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদে জানা যায়, তার নাম মো: কালু (৬০)। তার গ্রামের বাড়ি মাদারীপুর জেলায়।

সম্প্রতি একজন অস্ট্রেলিয়ান ব্লগারকে কারওয়ান বাজার এলাকায় হেনস্তার কাজে সে জড়িত ছিল বলে পুলিশের কাছে স্বীকার করে। সে এই ধরণের কাজে ইতোপূর্বেও জড়িত ছিল বলে জানা যায়। তাকে ডিএমপি অধ্যাদেশের ৭৭ ধারায় বর্ণিত অপরাধে জড়িত থাকায় গ্রেফতারপূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

 

 

সুত্র, DMP news