বার্নার্ড সরকার-ধোবাউরাঃ
ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার খ্রীষ্ট ধর্মের প্রধান যাজক এর আয়োজনে উপজেলার সাধু যোহনের ধর্মপল্লী,ধাইরপাড়া এলাকায় বিশ্ব দরিদ্র দিবস উদযাপিত হয়েছে। ১১ই নভেম্ব সকাল ০৯-ঘটিয়ায়, বিশ্ব দরিদ্র দিবস পালিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ময়মনসিংহ ধর্মপ্রদেশ বিশব মহামান্য পনেন পল কুবি সি,এস,সি উপস্থিত হয়ে দরিদ্রমুক্ত সমাজ গঠনে যীশু খ্রীষ্টের আদর্শে সকলকে এগিয়ে যাওয়ার আহবান আহবান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন- ফাদার শিমন হাচ্ছা। উক্ত অনুষ্ঠানে, সভাপতিত্ব করেন,রেভাঃ ফাদার বিপিন নকরেক। এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় ধাইরপাড়া কাথলিক মন্ডলীর পালকীয় পরিষদের সকল সদস্য ও দপ্তর প্রধানগণ উপস্থিত ছিলেন।