৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রচ্ছদ ময়মনসিংহ ধোবাউড়ায় বিশ্ব দরিদ্র দিবস উদযাপন।।
১৭, নভেম্বর, ২০১৯, ৩:৩৪ অপরাহ্ণ -

বার্নার্ড সরকার-ধোবাউরাঃ

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার খ্রীষ্ট ধর্মের প্রধান যাজক এর আয়োজনে উপজেলার সাধু যোহনের ধর্মপল্লী,ধাইরপাড়া এলাকায় বিশ্ব দরিদ্র দিবস উদযাপিত হয়েছে। ১১ই নভেম্ব সকাল ০৯-ঘটিয়ায়, বিশ্ব দরিদ্র দিবস পালিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ময়মনসিংহ ধর্মপ্রদেশ বিশব মহামান্য পনেন পল কুবি সি,এস,সি উপস্থিত হয়ে দরিদ্রমুক্ত সমাজ গঠনে যীশু খ্রীষ্টের আদর্শে সকলকে এগিয়ে যাওয়ার আহবান আহবান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন- ফাদার শিমন হাচ্ছা। উক্ত অনুষ্ঠানে, সভাপতিত্ব করেন,রেভাঃ ফাদার বিপিন নকরেক। এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় ধাইরপাড়া কাথলিক মন্ডলীর পালকীয় পরিষদের সকল সদস্য ও দপ্তর প্রধানগণ উপস্থিত ছিলেন।

ময়মনসিংহে নৃশংস হত্যা রহস্য উদঘাটন ডিবি ও কোতোয়ালী পুলিশের অভিযানে হত্যাকারী গ্রেপ্তার

মাওলানা নূর আহমদ কাসেমী মাদ্রাসাকে ঢাল বানিয়ে ও নিরীহ মানুষকে মামলার ভয় দেখিয়ে জমি আত্মসাৎ করে গড়েছেন বিপুল সম্পত্তির পাহাড় ।

নেই রাস্তা নেই ফায়ার সার্ভিস ও সিটি করপোরেশনের অনুমোদন । তবুও গড়ে উঠছে বহুতল ভবন দুদকের দৃষ্টি আকর্ষণ করছেন স্থানীয়রা।

দৈনিক ভোরের চেতনা পত্রিকার ২৬ বর্যপূর্তি প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নেই রাস্তা নেই ফায়ার সার্ভিসের অনুমোদন গড়ে উঠছে বহুতল ভবন দুদকের দৃষ্টি আকর্ষণ করছেন স্থানীয়রা।

ময়মনসিংহ প্রেসক্লাব সংস্কারের প্রয়োজনে ১৫১ সদস্য বিশিষ্ঠ কমিটি ঘোষণা।।