১৬ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১লা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ ঢাকা, ধর্ম ও ইসলাম বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় বিপর্যস্ত মানুষের মাঝে ডিএমপির ইফতার বিতরণ।।
৫, এপ্রিল, ২০২৩, ১২:৫৫ অপরাহ্ণ - প্রতিনিধি:

চীফ রিপোর্টার – চলছে রমজান মাস। ব্যস্ততার মধ্যেই শেষ হয়ে আসে দিন। রাজধানীর বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় বিপর্যস্ত মানুষের যাতায়াতের দূর্ভোগের কথা চিন্তা করে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও দোকানের কর্মচারিদের মাঝে ইফতার বিতরণ করলো ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

মঙ্গলবার (৪ এপ্রিল ২০২৩ খ্রি.) সন্ধ্যায় পুলিশ হেডকোয়ার্টার্সের পাশে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বিপিএম-বার, পিপিএম এর পক্ষ হতে অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও দোকানের কর্মচারিসহ প্রায় ১২০০ জনের মাঝে ইফতার বিতরণ করা হয়।

আজ সকাল ৬টা ১০ মিনিটে বঙ্গবাজারে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। অগ্নিকান্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন ডিএমপি কমিশনার। সারাদিন ঘটনাস্থলে উপস্থিত থেকে অগ্নিনির্বাপন কার্যক্রম নিবিড়ভাবে তদারক, অগ্নিনির্বাপন কাজে নিয়োজিত পুলিশ সদস্যদের নির্দেশনা প্রদান এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি তত্ত্বাবধান করেন।

 

সুত্র, DMP news