চীফ রিপোর্টার: – ঢাকা জেলা গোয়েন্দা শাখা (দক্ষিন) এর তৎপরতায় ডাকাতির দ্রুত সময়ের মধ্যে আসামী গ্রেফতার ও লুন্ঠিত মালামাল উদ্ধারঃ
গত ১এপ্রিল ২০২৩ তারিখ ফরিদপুর জেলার সদরপুর থানাধীন জামালখাঁর কান্দি গ্রাম নিবাসী জনৈক জামাল কাড়াল এর প্রবাস(বাহরাইন) ফেরত ছেলে জসিম কাড়াল কে নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর হতে প্রবক্স গাড়ি যোগে ফেরার পথে সন্ধ্যা অনুমান ৭:৩০ ঘটিকায় ঢাকা জেলার দোহার থানাধীন শিমুলিয়া সাকিনস্থ জালালপুর চক নামকস্থানে পৌছাঁমাত্র অজ্ঞাতনামা দুষ্কৃতিকারীরা কাটাগাছ ও অটোরিক্সা আড়াআড়ি ভাবে রেখে রাস্তায় বেরিকেড দিয়ে দেশীয় অস্ত্র, দা, হাতকরাত ও লাঠি দ্বারা, আঘাত করে ভয়ভীতি দেখিয়ে সর্বমোট- ১,৪৬,৫০০/- টাকার মালামাল লুন্ঠিত করে নিয়ে যায়। উক্ত বিষয়ে দোহার থানায় একটি ডাকাতি মামলা রুজু হয় ( দোহার থানার মামলা নং-০৩, তারিখ-০২/০৪/২০২৩খ্রিঃ, ধারা- ৩৯৫/৩৯৭ পেনাল কোড)
উক্ত ঘটনার পরপরই ঢাকা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ আসাদুজ্জামান পিপিএম(বার) মহোদয়ের নির্দেশে তথ্য প্রযুক্তির মাধ্যমে অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি), ঢাকা জেলা জনাব মোবাশ্শিরা হাবীব খান পিপিএম-সেবা এর সরাসরি তত্ত্ববধানে এবং ওসি ডিবি (দক্ষিন), সরকার আব্দুল্লাহ আল মামুন এর নেতৃত্বে একটি চৌকষ টিম আসামী গ্রেফতার ও মালামাল উদ্ধারের কাজে নেমে দ্রুততম সময়ের মধ্যে ঢাকার বিভিন্নস্থানে অভিযান পরিচালনা করে ঘটনার সঙ্গে জড়িত তিনজন আসামির মধ্যে দুই জন ১) মোনাছের চৌধুরী (৫০) ২) মারুফ শেখ(২১) কে গ্রেফতার করে। তাদের নিকট হতে লুষ্ঠিত মালামাল উদ্ধার করে। লুন্ঠিত কাজে ব্যবহৃত একটি ষ্টীলের কাঠের হাতলযুক্ত হাতকরাত উদ্ধার করা হয়।
আসামীদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা প্রথমে ঘটনাস্থলের পাশের বাগান হতে হাতকরাত দিয়ে গাছ কেটে রাস্তা বেরিকেড দিয়ে ০১ জন বাঙ্গী ব্যবসায়ী (যাত্রী)সহ অটোরিক্সা চালককে আটক করে। বাঙ্গী ব্যবসায়ীর নিকট হতে নগদ ১৮০০/- টাকা ও অটো চালকের নিকট হতে ০১ টি বাটন মোবাইল ও নগদ ৩৫০/- টাকা নিয়ে উক্ত অটো-রিক্সাটি গাছের সামনে রেখে বেরিকেড হিসেবে ব্যবহার করে। এর কিছুক্ষন পর প্রবাসীর গাড়ীটি ঘটনাস্থলে পৌছঁলে দুষ্কৃতিকারীরা প্রবাসীর গাড়ি থামিয়ে তাকে ভয়ভীতি দেখিয়ে আঘাত করে তার সাথে থাকা মালামাল লুন্ঠন করে নিয়ে যায় এবং তার ও তার সাথে থাকা অন্য দুজনের মোবাইলও নিয়ে যায়। আসামীদের জিজ্ঞাসাবাদে আরো জানা যায়, তারা ঢাকা, কুমিল্লা, শরিয়তপুর, নারায়নগঞ্জ, মুন্সীগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী, মানিকগঞ্জসহ বিভিন্ন জেলায় কয়েক বছর ধরে ডাকাতি করে আসছে। পলাতক আসামী কামাল ওকিল ওরফে গোফরা কামালের নামে গোপালগঞ্জ, দক্ষিন কেরানীগঞ্জ ও মাদারীপুর থানায় ডাকাতি, দস্যুতা, চাদাঁবাজি ও অস্ত্র মামলাসহ ০৬ টি মামলা রয়েছে।