শামীম খান, গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
‘স্কাউটিং করবো’ স্মার্ট বাংলাদেশ গড়বো’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের গৌরীপুরে বাংলাদেশ স্কাউট দিবস পালিত হয়েছে।
দিবসটি উদযাপন উপলক্ষে শনিবার বাংলাদেশ স্কাউট উপজেলা শাখার উদ্যোগে পৌর শহরে শোভাযাত্রা শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা স্কাউটের সভাপতি ফৌজিয়া নাজনীনের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা স্কাউটের সহসভাপতি আহাম্মদ হোসেন, উপজেলা স্কাউটের সম্পাদক দেওয়ান কামরুল হাসান কামাল, উপজেলা স্কাউটের কমিশনার, আমজাদ হোসেন খান, সহকারি ট্রেইনার লিডার বিদ্যুৎ নন্দী, কাব লিডার নয়ন কুমার, উপজেলা স্কাউট লিডার মোঃ সাইফুল হক, শহর বানু বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঞ্জুরুল হক সহ সুধী বৃন্দ উপস্থিত ছিলেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল