১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ অপরাধ, ময়মনসিংহ ময়মনসিংহ শহরের  গোলপুকুর পার মোড় হইতেে মৃত্যুঞ্জয় স্কুলের সামনে  এলাকায় বিভিন্ন ওয়ার্কশপে মারাত্নক পরিবেশ ধ্বংশকারী শব্দদূষণ।।
৯, এপ্রিল, ২০২৩, ১২:০২ পূর্বাহ্ণ - প্রতিনিধি:

মারুফ হোসেন কমল:

 

 

ময়মনসিংহ শহরের  গোলপুকুর পার মোড় হইতেে মৃত্যুঞ্জয় স্কুলের সামনে  এলাকায় বিভিন্ন ওয়ার্কশপে মারাত্নক পরিবেশ ধ্বংশকারী শব্দদূষণ

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের অন্তর্গত ৭ নং ওয়ার্ডের গোলপুকুর পার মোড় হইতেে মৃত্যুঞ্জয় স্কুলের সামনে কিছু অসাধু ব্যবসায়ী গ্যাস সিলিন্ডার মেরামত,

কেচি গেইট ও ভাঙারির হাতুড়ির পেটার লোহার শব্দ দূষণে এলাকাবাসী অতিষ্ঠ এবং পরিবেশ অধিদপ্তরের বিধি অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ।

এমাতবস্থায় স্থানীয় সুধীসমাজ এলাকায় পরিবেশ বিনষ্ট রোধে মসিক মেয়র ইকরামুল হক টিটু, পরিবেশ অধিদপ্তর সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।