১৬ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১লা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ অপরাধ, ঢাকা ডিএমপির ভ্রাম্যমান আদালতের অভিযানে মোহাম্মদপুরে চালের দোকান ও হোটেলকে জরিমানা।।
১০, এপ্রিল, ২০২৩, ১:১৯ পূর্বাহ্ণ - প্রতিনিধি:

চীফ রিপোর্টারঃ- আইন লঙ্ঘন করে পণ্য বিক্রি ও হোটেল পরিচালনার অভিযোগে একটি চালের দোকান, একটি রেস্তোরাঁ ও একটি হোটেলকে জরিমানা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভ্রাম্যমাণ আদালত।

পবিত্র রমজান মাসে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ, খাদ্যদ্রব্যে ভেজাল ও পচা-বাসি ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত প্রতিরোধে রবিবার (৯ এপ্রিল ২০২২) রাজধানীর মোহাম্মদপুরের টাউন হলে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আদনান চৌধুরী। এসময় ডিএমপির গোয়েন্দা পুলিশ ও সংশ্লিষ্ট থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

এসময় সঠিক ক্রয়মূল্য না লেখার অপরাধে সিয়াম রাইস স্টোরকে ২০০০ টাকা, হোটেল ও রেস্তোরাঁর নিবন্ধন ব্যতীত ব্যবসা পরিচালনা করার অপরাধে নাদিম বিরিয়ানি এন্ড রেস্টুরেন্ডকে ৫০০০ টাকা এবং গ্রিন হোটেলকে ৫০০০ টাকা জরিমানা করা হয়।

 

 

সুত্র, DMP news