গৌরীপুর (ময়মনসিংহ) প্রদিনিধিঃ
ময়মনসিংহের গৌরীপুরের অচিন্তপুর ইউনিয়নের উপকারভোগীদের মাঝে ভিজিডির চাল বিতরণ করা হয়েছে।
সোমবার অচিন্তপুর ইউনিয়ন পরিষদে অতিথি থেকে আনুষ্ঠানিক ভাবে চাল বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া নাজনীন।
সেখানে ইউনিয়নের ২৯০ জন ভিজিডি কার্ডধারীর প্রত্যেককে ৩ মাসের ৩০ কেজি করে চাল দেয়া হয়।
চাল বিতরণকালে উপস্থিত ছিলেন অচিন্তপুর ইউনিয়ন উপজেলা মহিল বিষয়ক কর্মকর্তা রেহানা আক্তার খাতুন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহেল রানা পাপ্পু, অচিন্তপুর ইউপি চেয়ারম্যান জায়েদুর রহমান প্রমুখ।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল