তথ্য প্রতিদিন- রাজধানীর ভাটারা থানা এলাকা থেকে বিদেশি মদসহ একজন পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভাটারা থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতের নাম নাফিজ মোহাম্মদ আলম। গ্রেপ্তারের সময় তার হেফাজত থেকে বিভিন্ন ব্রান্ডের ২৬ বোতল বিদেশি মদ, ৩২টি কোলার ক্যান, ১টি ল্যাপটপ, ১টি আইফোন, ১টি মোটরসাইকেল, দুটি সিসা স্ট্যান্ট ও মাদক বিক্রির নগদ ৩২ হাজার টাকা উদ্ধার করা হয়।
রোববার (৯ এপ্রিল ২০২৩) সন্ধ্যা ৭টায় রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
ভাটারা থানা পুলিশ সূত্রে জানা যায়, নাফিজ ভাটারা থানার ২০২১ সালের একটি পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে থানা পুলিশ আরো জানায়, নাফিজ ভাটারা থানা এলাকাসহ আশপাশের এলাকায় বিদেশি মদের ব্যবসা করতো।
গ্রেপ্তারকৃত নাফিজের বিরুদ্ধে রাজধানীর ভাটারা থানায় পূর্বের একাধিক মাদকসহ পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ২০১২ এর মামলা রয়েছে।
সুত্র, DMP news
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল