চীফ রিপোর্টার: - অগ্নিনির্বাপক যন্ত্র না থাকায় ভাটারার নতুন বাজার এলাকার একাধিক প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভ্রাম্যমাণ আদালত।
উষ্ণ আবহাওয়ায় অগ্নিদুর্ঘটনা প্রতিরোধে মঙ্গলবার (১১ এপ্রিল ২০২৩) রাজধানীর ভাটারার নতুন বাজারে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আদনান চৌধুরী। এসময় ডিএমপির গোয়েন্দা পুলিশ ও সংশ্লিষ্ট থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
ডিএমপির ভ্রাম্যমাণ আদালত নতুন বাজারের বিভিন্ন প্রতিষ্ঠান ও দোকান পরিদর্শন করে অগ্নিনির্বাপক যন্ত্র না থাকায় বিভিন্ন প্রতিষ্ঠানকে ৭টি মামলায় ১৭ হাজার ৫০০ টাকা জরিমানা করে।
সুত্র, DMP news
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল