১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ সারা বাংলা গৌরীপুরে লাইসেন্স না থাকায় দুই হ্যাচারি মালিককে অর্থদণ্ড
১২, এপ্রিল, ২০২৩, ৪:১৬ অপরাহ্ণ - প্রতিনিধি:

শামীম খান গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের গৌরীপুরে লাইসেন্স না থাকায় দুই হ্যাচারি মালিককে অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফৌজিয়া নাজনীন।
জানা গেছে লাইসেন্স না থাকার পরেও উপজেলার সামিউল মৎস্য হ্যাচারি ও নিরাপদ মৎস্য হ্যাচারি মাছ উৎপাদন ও বিপণন করছিল। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বুধাবার দুপুরে ওই দুই হ্যাচারিতে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।

অভিযানে সামিউল মৎস্য হ্যাচারি মালিককে ৩০ হাজার ও নিরাপদ মৎস্য হ্যাচারি মালিককে ২৫ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফৌজিয়া নাজনীন, বলেন জনস্বার্থে আমাদের এই ধরণের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।

অভিযানে অংশ নেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা হারুন অর রশিদ, গৌরীপুর থানার উপপরিদর্শক এসআই শুভ সাহা সহ সঙ্গীয় ফৌর্স।