শামীম খান গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের গৌরীপুরে লাইসেন্স না থাকায় দুই হ্যাচারি মালিককে অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফৌজিয়া নাজনীন।
জানা গেছে লাইসেন্স না থাকার পরেও উপজেলার সামিউল মৎস্য হ্যাচারি ও নিরাপদ মৎস্য হ্যাচারি মাছ উৎপাদন ও বিপণন করছিল। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বুধাবার দুপুরে ওই দুই হ্যাচারিতে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।
অভিযানে সামিউল মৎস্য হ্যাচারি মালিককে ৩০ হাজার ও নিরাপদ মৎস্য হ্যাচারি মালিককে ২৫ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফৌজিয়া নাজনীন, বলেন জনস্বার্থে আমাদের এই ধরণের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।
অভিযানে অংশ নেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা হারুন অর রশিদ, গৌরীপুর থানার উপপরিদর্শক এসআই শুভ সাহা সহ সঙ্গীয় ফৌর্স।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল