ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি :
ঠাকুরগাঁও জেলায় বান্ধবীকে উত্যক্ত করার সময় তার প্রতিবাদ করতে গেলে উল্টো বান্ধবীকে থাপ্পর মারার দায়ে শিহাবর রহমান (১৮) নামে এক কলেজছাত্রকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত। ১৭ নভেম্বর রবিবার বিকাল সাড়ে ৫টার সময় ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ভালুকাই গ্রামে এ রায় প্রদান করেন ভ্রাম্যমান আদালতের বিচারক ও ঠাকুরগাঁও জেলার সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন। দণ্ডপ্রাপ্ত কলেজছাত্র ঠাকুরগাঁও সদর উপজেলার বিএম টেকনিক্যাল কলেজের ছাত্র ও জগন্নাথপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ভালুকাই গ্রামের মৃত লিয়াকত আলীর ছেলে। ভ্রাম্যমান আদালতের বিচারক জানান, একই কলেজে পড়া তার সহপাঠী (বান্ধবী) কে দীর্ঘদিন ধরে উত্যক্ত করে আসছিল ঐ কলেজছাত্র। প্রতিবাদ করতে গেলে উল্টো ঐ কলেজছাত্রীকে থাপ্পর মারে শিহাবর রহমান। স্থানীয়রা একাধিকবার তাকে সতর্ক করলেও নিজেকে শোধরাইনি ঐকলেজছাত্র। কলেজছাত্রীকে উত্যক্ত করার দায়ে তাকে ৩ মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে এলাকার মেয়েদেরকে যৌন হয়রানীর করার অভিযোগও রয়েছে।