১৬ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১লা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ ঢাকা, সারা বাংলা দেশে বিদ্যুৎ উৎপাদনে মাইলফলক, রেকর্ড ভাঙল ১৫ হাজার মেগাওয়াট
১৪, এপ্রিল, ২০২৩, ৭:৩৯ অপরাহ্ণ - প্রতিনিধি:

চীফ রিপোর্টার: – আগের সব রেকর্ড ভেঙেছে দেশের বিদ্যুৎ উৎপাদন। বৃহস্পতিবার রাতে প্রথমবারের মত ১৫ হাজার মেগাওয়াটের মাইলফলক পার হয় দেশের বিদ্যুৎ উৎপাদন। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় বৃহস্পতিবার রাতে গণমাধ্যম কে এ তথ্য জানায়।

বৃহস্পতিবার রাত ৯টা পর্যন্ত দেশে ১৫ হাজার ৩০৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের মধ্য দিয়ে এ রেকর্ড তৈরি হয়। এতে দেশের ৫৩ বছরের ইতিহাসে বিদ্যুৎ উৎপাদনে আগের সব রেকর্ড ভেঙেছে।

এর আগে গত বুধবার (১২ এপ্রিল) ১৪ হাজার ৯৩২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছিল, যা ছিল দেশের ইতিহাসের সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড। তবে একদিন পর ১৫ হাজার ৩০৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হওয়ায় আগের সর্বোচ্চ উৎপাদনের রেকর্ডটিও ভেঙে গেল।

গত বছরের ১৬ এপ্রিল দেশে সর্বোচ্চ ১৪ হাজার ৭৮২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড হয়।