মাসুদ রানাঃ
বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব সব্যসাচী লেখক ও সম্পাদক, গণমাধ্যম গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের পরিচালক (প্রশিক্ষণ) আশিক চৌধুরী’র জন্মদিন অনুষ্ঠান সন্ধ্যা ৬ টায় ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
ফুল দিয়ে বরণ, কেক কাটা, মিষ্টিমুখ আর কথামালার মধ্য দিয়ে তাকে নিয়ে এই আয়োজন আনন্দমুখর হয়ে উঠে।
জন্মদিন আয়োজনে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাব-এর সভাপতি, দৈনিক মাটি ও মানুষের প্রকাশক-সম্পাদক এবং গণমাধ্যম গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহা পরিচালক একেএম ফখরুল আলম বাপ্পী চৌধুরী, ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাব-এর সাধারণ সম্পাদক এইচএম ফারুক, ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাব-এর মুখ্য সমন্বয়ক এবং গণমাধ্যম গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের পরিচালক (প্রশাসন) স্বাধীন চৌধুরী অনুষ্ঠান পরিচালনা করেন।
উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাব-এর সহ-সভাপতি ও দৈনিক শাশ্বত বাংলার নির্বাহী সম্পাদক প্রদীপ কুমার ভৌমিক, ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাব-এর সহ-সভাপতি ও ময়মনসিংহ প্রতিদিনের সম্পাদক-প্রকাশক ড. ইদ্রিস খান, ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাব-এর সহ-সভাপতি ও মোহনা সংবাদ ২৪.কম চেয়ারম্যান ও প্রধান সম্পাদক মনির চৌধুরী, দৈনিক লোকলোকান্তর পত্রিকার সম্পাদক আমিনুল হাসান, ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাব-এর যুগ্ম-সম্পাদক ও উর্মিবাংলা প্রতিদিনের সম্পাদক সুমন ভৌমিক, ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাব-এর যুগ্ম-সম্পাদক ও প্রতিদিনের কাগজের সম্পাদক মাহমুদুল হাসান রতন, অর্থ-সম্পাদক শরাফত আলী শান্ত, কার্যনির্বাহী সদস্য দীপক দে, ফারজানা আক্তার ঝুমু, সাংবাদিক এমএ খালেক, নজরল ইসলাম বাবু, আবুজর গিফারী জাফর, মোমেন প্রমুখ।