শামিম খান,গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের গৌরীপুরে ব্রহ্মপুত্র নদ থেকে শরাফ উদ্দিন (৫৫) নামে এক ব্যাক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার বিকালে উপজেলার ভাংনামারী ইউনিয়নের খোদাবক্সপুর গ্রামে ব্রহ্মপুত্র নদ থেকে মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শরাফ উদ্দিনের বাড়ি ময়মনসিংহের ফুলপুরের চরবাহাদুরপুর চুক্কিবাড়ি গ্রামে। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন। সপ্তাহ খানেক আগে তিনি বাড়ি থেকে নিখোঁজ হন। শনিবার বিকালে গৌরীপুরের ভাংনামারী ইউনিয়নের খোদাবক্সপুর গ্রামে ব্রহ্মপুত্র নদে অজ্ঞাত ব্যক্তির মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা ৯৯৯ ফোন করে। পরে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধারের পর ফেসবুকে ছবি দিলে তার ভাতিজা হুমায়ূন কবির ও পরিবারের লোকজন গৌরীপুর থানায় এসে শরাফ উদ্দিনের মরদেহ শনাক্ত করে।
গৌরীপুর থানার এসআই কামাল আহমেদ বলেন, শরাফ উদ্দিন মানসিক ভারসাম্যহীন ছিল। তার শরীরের আঘাতের কোন চিহ্ন নেই। মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল