৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রচ্ছদ বিনোদন তৃতীয় মিশনে হৃদি
১৭, নভেম্বর, ২০১৯, ১০:৫৯ অপরাহ্ণ -

বিনোদন তথ্যপ্রতিদিন

বরেণ্য অভিনয়শিল্পী ড. ইনামুল হক ও লাকী ইনামের বড় মেয়ে হৃদি হক। টেলিভিশন নাটক রচনা, পরিচালনার পাশাপাশি অভিনয়ও করছেন তিনি। অন্যদিকে মঞ্চনাটকে অভিনয়ের পাশাপাশি নির্দেশনাও দিচ্ছেন তিনি। হৃদি হক নির্দেশিত প্রথম নাটক ‘গহর বাদশা ও বানেছা পরী’। নাগরিক নাট্যাঙ্গনের হয়ে এ নাটক নির্দেশনা দেন তিনি। হৃদি নির্দেশিত দ্বিতীয় নাটক ‘৭১ ও একজন’। এবার তৃতীয়বারের মতো নাটক নির্দেশনা দিতে যাচ্ছেন এই অভিনেত্রী। নাটকের নাম ‘আকাশে ফুইটেছে ফুল’। এটি লিখেছেন ড. রতন সিদ্দিকী। আগামী ১ ডিসেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন অনুষ্ঠিত হবে। নির্দেশনার পাশাপাশি এতে শাহিদা চরিত্রে অভিনয়ও করবেন হৃদি হক। ১৯০৫-১৯১১ সাল পর্যন্ত লেটো গানের ওপর আঘাত পড়েছিল। তখন কবি কাজী নজরুল ইসলাম লেটো গানের হাল ধরেন। মূলত লেটো গানের ওপর ভিত্তি করেই ‘আকাশে ফুইটেছে ফুল’ নাটকের গল্প এগিয়েছে। হৃদি হক বলেন, ছয় মাস ধরে এ নাটকের রিহার্সেল করছি। এটি লেটো কাহন এবং অনেক গবেষণা করে নাটকটি রচনা করেছেন নাট্যকার।