১৬ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১লা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ ঢাকা জিএমপি কমিশনার কর্তৃক রিটার্নিং অফিসারের অস্থায়ী কার্যালয় (বঙ্গতাজ অডিটোরিয়াম), গাজীপুর পরিদর্শন ।
১৬, এপ্রিল, ২০২৩, ১০:৫৪ অপরাহ্ণ - প্রতিনিধি:

চীফ রিপোর্টার:- আসন্ন গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন-২০২৩ উপলক্ষে নির্বাচন কমিশন কর্তৃক অস্থায়ীভাবে স্থাপিত রিটার্নিং অফিসারের কার্যালয় (বঙ্গতাজ অডিটোরিয়াম), আজ ১৬ এপ্রিল রবিবার পরিদর্শন করেন মোল্যা নজরুল ইসলাম, বিপিএম (বার), পিপিএম (বার), পুলিশ কমিশনার, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ, ।

 

রিটার্নিং অফিসার মোঃ ফরিদুল ইসলাম, জিএমপি’র পুলিশ কমিশনার মহোদয়কে ফুলের শুভেচ্ছা জানান এবং রিটার্নিং অফিসার কার্যালয়ের প্রতিটি দপ্তর ঘুরে দেখান। রিটার্নিং অফিসার আসন্ন নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ এর সহায়তা কামনা করেন। তিনি নির্বাচনী আচরণবিধি সঠিকভাবে প্রতিপালনে পুলিশের সহযোগিতা প্রত্যাশা করেন।

কমিশনার মহোদয় আসন্ন গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন-২০২৩ উপলক্ষে অস্থায়ী রিটার্নিং অফিসারে কার্যালয় পরিদর্শন করে তাদের গৃহিত কার্যক্রমের প্রতি সন্তোষ প্রকাশ করেন এবং আসন্ন গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনকে কেন্দ্র করে সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে আইন-শৃঙ্খলা রক্ষার্থে সকল কার্যক্রম গ্রহণের আশ্বাস প্রদান করেন । তিনি মাঠ পর্যায়ের সকল পুলিশ কর্মকর্তাগণকে নির্বাচনী কর্মকর্তাগণের সাথে সমন্বয়ের মাধ্যমে কাজ করার নির্দেশ প্রদান করেন এবং এ নির্বাচনকে সাফল্যমন্ডিত করার প্রত্যাশা ব্যক্ত করেন।