১৯শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৪ঠা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ অপরাধ, ময়মনসিংহ তিন মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‍্যাব ১৪।।
১৬, এপ্রিল, ২০২৩, ১১:১৫ অপরাহ্ণ - প্রতিনিধি:

তথ্য প্রতিদিন – ময়মনসিংহের নান্দাইল থানাধীন নান্দাইল চৌরাস্তার বিসমিল্লাহ্ হোটেলের সামনে হতে পৃথক ০২টি অভিযান পরিচালনা করে মোট ৩১ কেজি গাঁজাসহ ০৩ জন মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪, ময়মনসিংহ।

বাংলাদেশ আমার অহংকার” এই স্লোগানে নিয়ে র‌্যাব যুব সমাজ তথা বাংলাদেশকে মাদকের ভয়াল থাবা, সন্ত্রাস, জঙ্গী, ছিনতাই, ডাকাতি, জুয়া, অপহরণ, খুন, ধর্ষণ, অসাধু অস্ত্র ব্যবসায়ীসহ বিভিন্ন ধরণের অবৈধ কর্মকান্ড থেকে রক্ষার জন্য প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশব্যাপী আপোষহীন অবস্থানে থেকে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এছাড়া সাম্প্রতিক সময়ে শিশু-ধর্ষের সাথে জড়িত অপরাধীদের আইনের আওতায় এনে সর্বস্তরের জনগনের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে র‌্যাব।

এরই ধারাবাহিকতায় অদ্য ১৬/০৪/২০২৩ খ্রি. তারিখ সকাল অনুমান ০৭.৩০ ঘটিকার সময় অধিনায়ক, র‌্যাব-১৪ মহোদয়ের নির্দেশক্রমে র‍্যাব-১৪ এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহের নান্দাইল থানাধীন নান্দাইল চৌরাস্তার বিসমিল্লাহ্ হোটেলের সামনে পাকা রাস্তার উপর চেকপোষ্ট পরিচালনাকালে ধৃত আসামী ০১। সাইফুল ইসলাম(৩০), পিতাঃ মোঃ মফিজ, সাং- তেঁতুলতলা, থানা – ঝিনাইগাতী, জেলা- শেরপুর, ০২। রফিকুল ইসলাম টুটুল (৩২), পিতাঃ আব্দুল কালাম, সাং- দক্ষিণ মনিকুরা, থানা- হালুয়াঘাট, জেলা- ময়মনসিংহ, ০৩। মোঃ বাবুল মিয়া (৪০), পিতাঃ ফজলুল হক, সাং- হারুলি, থানা – কেন্দুয়া, জেলা- নেত্রকোণা’দেরকে আটক করে। ধৃত আসামীদের কাছ থেকে সর্বমোট ৩১ কেজি গাঁজা উদ্ধার করত জব্দ করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও অনুসন্ধানে ধৃত আসামীরা মাদকদ্রব্য গাঁজা ক্রয়- বিক্রয়ের কথা স্বীকার করে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ধৃত আসামীদেরকে ময়মনসিংহ জেলার নান্দাইল থানায় হস্তান্তর করা হয়েছে।