চীফ রিপোর্টার: - গত ২৪ ঘন্টায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানা ও গোয়েন্দা শাখা কর্তৃক উদ্ধার অভিযানে ০৫ গ্রাম হেরোইন, ০১ কেজি গাঁজা, ১৫২ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ১১০০ টাকাসহ মোট ০৬ জনকে গ্রেফতার করা হয়েছে।
পরস্পর যোগসাজশে অভ্যাসগত ভাবে চোরাইমাল ক্রয় বিক্রয়ের উদ্দেশ্যে হেফাজতে রাখার অপরাধে ০৮ টি স্মার্ট ফোন ও নগদ ১৫০০ টাকা সহ ০৩ জনকে গ্রেফতার করা হয়েছে।
ডাকাতির প্রস্তুতি গ্রহণের অপরাধে ০২ টি চাপাতি, ০২ টি চাকু সহ ০৪ জনকে গ্রেফতার করা হয়েছে।
এছাড়াও বিভিন্ন থানায় ওয়ারেন্টভুক্ত ০৮ জনকে গ্রেফতার করা হয়েছে।
ওয়ারেন্টসহ মোট গ্রেফতারঃ ৩১ জন।
মোট উদ্ধারঃ ০৫ গ্রাম হেরোইন, ০১ কেজি গাঁজা, ১৫২ পিস ইয়াবা, ০৮ টি স্মার্ট ফোন,০২ টি চাপাতি, ০২ টি চাকু ও নগদ ২৬০০ টাকা।
সম্মানিত পুলিশ কমিশনার মহোদয়ের নির্দেশনা অনুযায়ী মাদক বিরোধী এবং অন্যান্য অভিযান অব্যাহত থাকবে।
জিএমপি সুত্রে জানা যায়।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল