চীফ রিপোর্টার: - পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ পুলিশের পক্ষে পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা থেকে অসহায়, অসুস্থ বৃদ্ধ, শিশু, প্রতিবন্ধী, মানসিক ভারসাম্যহীন এবং এতিমদের মাঝে ইফতার বিতরণ অব্যাহত রয়েছে।
চলমান ইফতার বিতরণ কার্যক্রমের অংশ হিসেবে ১৮ এপ্রিল ২০২৩ ছোটমনি নিবাস, আজিমপুর, ঢাকায় ৫০ জনের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।
দেশ ও জনগণের কল্যাণে নিবেদিত বাংলাদেশ পুলিশ সবসময় জনগণের পাশে রয়েছে।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল