৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ ময়মনসিংহ ময়মনসিংহ রেলওয়ে দখলকৃত জায়গা উচ্ছেদের পূর্বেই নিজ দায়িত্বে খুলে নিচ্ছে স্হাপনা।
১৭, নভেম্বর, ২০১৯, ১১:৪১ অপরাহ্ণ -

জয়নাল আবেদিনঃ

ময়মনসিংহ রেলওয়ে দখলকৃত জায়গা উচ্ছেদের পূর্বেই নিজ দায়িত্বে খুলে নিচ্ছে স্হাপনা। ১/১১ এর পরপরই রেলওয়ে জায়গা দখল করে বিভিন্ন দোকান, প্রতিষ্ঠান গড়ে উঠে এসব জায়গাতে।

তবে সব দোকানপাট সরানো হলেও কোন শক্তির জুড়ে জামালপুর সমিতি এখনো তাদের প্রতিষ্ঠান তেমনই আছে ।
রেলওয়ে মসজিদ কমিটির কাছ থেকে ১৯৫৭ সালে কিছু দোকান পজিশনে দেওয়া হয় তিন হাজার, আড়াই হাজার টাকার বিনিময়ে, বর্তমানে ভাড়া দুই হাজার টাকা করে প্রতিমাসে জমাদেন কমিটির কাছে।
আগামীকাল সকাল থেকে এই দখলকৃত জায়গা উদ্বার কাজ শুরু হবে।
দখলকৃত জায়গাতে গরীব ও নিন্ম মধ্যবিত্ত শ্রেনীর মানুষই বেশী। তাই সাধারন মানুষের দাবী, ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মো: মোস্তাফিজুর রহমান ও জেলা প্রশাসক মো: মিজানুর রহমানের নিকট তাদের কে যেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে সাহায্যরূপ অর্থ এনে তাদের পূর্নবাসনের ব্যাবস্হা করেন।