শামীম খান, গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ময়মনসিংহের গৌরীপুরের পাঁচ হাজার দুস্থ মানুষকে ঈদ উপহার (নগদ অর্থ) প্রদান করেছেন গৌরীপুর পৌর আওয়ামী লীগ সভাপতি ও পৌরসভার মেয়র সৈয়দ রফিকুল ইসলাম।
বৃহস্পতিবার পৌর শহরের নয়াপাড়া মহল্লায় নিজ বাসভবন থেকে জননন্দিত এই মেয়র দুস্থদের মাঝে ঈদ উপহার প্রদান করেন।
ঈদের আগে মেয়রের কাছ থেকে উপহার পেয়ে দুস্থ মানুষগুলোর মুখে হাসি ফুটে উঠে।
মেয়র সৈয়দ রফিকুল ইসলাম বলেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পাঁচ হাজার মানুষকে ব্যক্তিগত ভাবে ঈদ উপহার দিয়েছি। এছাড়াও পৌরসভার পক্ষ থেকে ৪ হাজার ৬শত ২০ জনকে ভিজিএফ কর্মসূচির আওতায় চাল দেয়া হয়েছে। পাশাপাশি ভিজিএফ কার্ডধারীর বাইরেও অনেক দুস্থ মানুষকে ব্যক্তিগত ভাবে চাল দিয়েছি।
উপহার বিতরণকালে উপস্থিত ছিলেন পৌরসভার কাউন্সিলরবৃন্দ সহ পৌর যুবলীগের সভাপতি মেহেদি হাসান মিথুন, উপজেলা ছাত্রলীগের সহসভাপতি সৈয়দ রাফসান জানি অভি প্রমুখ।