১৬ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১লা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ ময়মনসিংহ ময়মনসিংহ ঢাকা বাইপাস রোডে বালু রাখার দায়ে পৃথক মামলায় ২০ হাজার টাকা জরিমানা ।
২০, এপ্রিল, ২০২৩, ৮:৫১ অপরাহ্ণ - প্রতিনিধি:

চীফ রিপোর্টার:

– বৃহস্পতিবার ২০ এপ্রিল ময়মনসিংহ ঢাকা বাইপাস থেকে চুড়খাই পর্যন্ত মহসড়কের দুই পাশে অবৈধভাবে বালু এবং ট্রাক রেখে প্রতিবন্ধকতা সৃষ্টির বিরুদ্ধে ‘মহাসড়ক আইন ২০২১’ এর সংশ্লিষ্ট বিধান অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন সদর ভূমি এসিল্যান্ড ।
মোবাইল কোর্ট পরিচালনা কালে মহাসড়কের পাশে বালু রাখার দায়ে দুইটি পৃথক মামলায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যান্য যাদেরকে পাওয়া যায়নি তাদের জায়গার মালিকের নামের তালিকা করার জন্য সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাকে নির্দেশ দেয়া হয়েছে।

তালিকা পাওয়ার পর সংশ্লিষ্ট মালিকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সবাইকে এ বিষয়ে সচেতন হউয়ার জন্য অনুরোধ জানিয়েছেন মোবাইল কোর্ট পরিচালনাকারী এসিল্যান্ড সদর ময়মনসিংহ।
জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানাযায়।