১৬ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১লা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ অপরাধ, ঢাকা ডিবির অভিযানে গাঁজা ও ফেন্সিডিলসহ ২ মাদক কারবারি গ্রেফতার
২৭, এপ্রিল, ২০২৩, ৭:৪০ অপরাহ্ণ - প্রতিনিধি:

চীফ রিপোর্টার: – রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় অভিযান চালিয়ে গাঁজা ও ফেন্সিডিলসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা মিরপুর বিভাগ।

গ্রেফতারকৃতরা হলো মাহমুদুল হাসান ভূইয়া সজিব ও মো: ইসমাইল হোসেন ভূইয়া। এসময় তাদের হেফাজত থেকে ৮ কেজি গাঁজা ও ১০০ বোতল ফেন্সিডিলি উদ্ধার করা হয়।

বুধবার (২৬ এপ্রিল ২০২৩) সকাল ১০:১৫টায় যাত্রাবাড়ীর দনিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে গোয়েন্দা মিরপুর বিভাগের সংঘবদ্ধ অপরাধ, গাড়ি চুরি প্রতিরোধ, ও উদ্ধার টিম।

অভিযানে নেতৃত্ব দেয়া গোয়েন্দা মিরপুর বিভাগের সহকারী পুলিশ কমিশনার মো: আশরাফুল ইসলাম ডিএমপি নিউজকে জানান, যাত্রাবাড়ী থানার উত্তর দনিয়ার বিসমিল্লাহ ফার্নিচার গ্যালারির সামনে কতিপয় মাদক কারবারি গাঁজা ও ফেন্সিডিল বিক্রির জন্য অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালায় ডিবি। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় মাহমুদুল ও ইসমাইলকে গাঁজা ও ফেন্সিডিলসহ গ্রেফতার করা হয়।

তিনি আরো জানান, গ্রেফতারকৃতরা কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা ও ফেন্সিডিল সংগ্রহ করে ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় বিক্রি করত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মামলা রুজু হয়েছে।