১৬ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১লা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ আইন আদালত, জামালপুর, ঢাকা জামালপুর জেলা সফরে প্রধান বিচারপতি
২৭, এপ্রিল, ২০২৩, ৭:৪৪ অপরাহ্ণ - প্রতিনিধি:

চীফ রিপোর্টার: – প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী আজ ২৭ এপ্রিল জামালপুর জেলায় আগমন উপলক্ষে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন জেলা পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ, । এ সময় প্রধান বিচারপতি মহোদয়কে সার্কিট হাউজ, জামালপুরে জেলা পুলিশের সুসজ্জিত একটি চৌকষ পুলিশ দল গার্ড অব অনার প্রদান করেন।

এ সময় জেলা পুলিশের উধ্বর্তন কর্মকর্তাবৃন্দ ও জামালপুর জেলার বিচার বিভাগ ও জেলা প্রশাসনের উধ্বর্তন কর্মকর্তাবৃন্দসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পরবর্তীতে প্রধান বিচারপতি জামালপুর বিচার বিভাগের কর্মকর্তাগনের সাথে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন এবং জেলা ও দায়রাজজ আদালত প্রাঙ্গণে বিচারপ্রার্থীদের জন্য নির্মিতব্য ন্যায়কুঞ্জের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।