চীফ রিপোর্টার: - প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী আজ ২৭ এপ্রিল জামালপুর জেলায় আগমন উপলক্ষে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন জেলা পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ, । এ সময় প্রধান বিচারপতি মহোদয়কে সার্কিট হাউজ, জামালপুরে জেলা পুলিশের সুসজ্জিত একটি চৌকষ পুলিশ দল গার্ড অব অনার প্রদান করেন।
এ সময় জেলা পুলিশের উধ্বর্তন কর্মকর্তাবৃন্দ ও জামালপুর জেলার বিচার বিভাগ ও জেলা প্রশাসনের উধ্বর্তন কর্মকর্তাবৃন্দসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পরবর্তীতে প্রধান বিচারপতি জামালপুর বিচার বিভাগের কর্মকর্তাগনের সাথে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন এবং জেলা ও দায়রাজজ আদালত প্রাঙ্গণে বিচারপ্রার্থীদের জন্য নির্মিতব্য ন্যায়কুঞ্জের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল