১৯শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৪ঠা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ আইন আদালত, জাতীয়, সারা বাংলা ডিসেম্বর বা জানুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন: আইনমন্ত্রী।।
২৮, এপ্রিল, ২০২৩, ১১:০৬ অপরাহ্ণ - প্রতিনিধি:

তথ্য প্রতিদিন – চলতি বছরের ডিসেম্বর অথবা আগামী বছরের জানুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক।

বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কাইতলা গ্রামে ১৯১৮ সালে প্রতিষ্ঠিত প্রাচীন বিদ্যাপীঠ যজ্ঞেশ্বর উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

মন্ত্রী বলেন, বাংলাদেশকে যারা বিশ্বাস করে না, যারা রাজনীতি করতে চায়, বাংলাদেশের মানুষকে শোষণ করতে চায়, যারা বাংলাদেশের মানুষকে আগুন সন্ত্রাসের মাধ্যমে হত্যা করে তাদের প্রত্যাখ্যান করুন।

এ সময় তিনি ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সংসদ সদস্য এবাদুল করিম বুলবুলের পক্ষে ভোট চান। উন্নয়নের স্বার্থে নৌকায় ভোট চান। আইনমন্ত্রী শতবর্ষী যজ্ঞেশ্বর উচ্চ বিদ্যালয়ের সার্বিক উন্নয়নেরও আশ্বাস দেন।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সৈয়দ মোহাম্মদ মহসীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সংসদ সদস্য এবাদুল করিম বুলবুল। ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মো. শাহগীর আলম, পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেনসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।