১৬ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১লা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ ঢাকা বিভাগীয় পরীক্ষা পরিদর্শন ও পর্যবেক্ষণে ঢাকা রেঞ্জ ডিআইজি
২৯, এপ্রিল, ২০২৩, ১২:১০ পূর্বাহ্ণ - প্রতিনিধি:

চীফ রিপোর্টার: – এস আই(নিঃ) পদ হতে পুলিশ পরিদর্শক(নিঃ) পদের বিভাগীয় পরীক্ষার আজ ২৮ এপ্রিল ২০২৩ খ্রি. সকাল ৯.০০ ঘটিকায় হতে প্রথম ষান্মাসিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। ৩ ঘন্টাব্যাপী অপরাধ বিজ্ঞান(পুস্তকসহ) পরীক্ষায় প্রথম দিনে মোট ২০১০ জন এসআই(নিঃ) পরীক্ষার্থী হিসেবে অংশগ্রহণ করেন।

ঢাকা রেঞ্জের সম্মানিত ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম বিপিএম বার পিপিএম পরীক্ষা চলাকালে পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন এবং নিরাপত্তা সহ সার্বিক ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করেন।

এসময়ে মুহাম্মদ সাইদুর রহমান খান পিপিএম (বার), অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ), মোঃ মাশরুকুর রহমান খালেদ, অতিরিক্ত ডিআইজি (অপরাধ), টুটুল চক্রবর্তী, অতিরিক্ত ডিআইজি (অপস্ অ্যান্ড ইন্টেলিজেন্স) সহ ঢাকা রেঞ্জের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।