৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রচ্ছদ বিনোদন কোনালের ‘মন চায় প্রতিদিন’
১৮, নভেম্বর, ২০১৯, ১১:২৬ পূর্বাহ্ণ -

বিনোদন তথ্যপ্রতিদিন

কোনালের ‘মন চায় প্রতিদিন’
চ্যানেল আই সেরাকণ্ঠ তারকা সঙ্গীতশিল্পী সোমনুর মনির কোনালের নতুন একটি মিউজিক ভিডিও আসছে। মিউজিক ভিডিওটির শিরোনাম ‘মন চায় প্রতিদিন’।
রোববার উপমহাদেশের প্রখ্যাত গায়িকা রুনা লায়লার জন্মদিন উপলক্ষে ইউটিউবে এটি প্রকাশিত হয়। ইতিমধ্যেই মিউজিক ভিডিওটির টিজার প্রকাশ করেছেন কোনাল।
মিউজিক ভিডিওটিতে গান গাওয়ার পাশাপাশি নিজেই মডেল হয়েছেন কোনাল। মার্সেলের ব্যবস্থাপনায় নতুন করে গানটির মিউজিক ভিডিও নির্মাণ করা হয়েছে গুলশানের একটি রেস্টুরেন্টে।
এ বিষয়ে সঙ্গীতশিল্পী কোনাল  বলেন, জনপ্রিয় বাংলা ছায়াছবি ‘মানসী’ সিনেমায় রুনা লায়লা ম্যামের গাওয়া গানের নতুন সংস্করণ ‘মন চায় প্রতিদিন’। ম্যামের অনুমতি নিয়ে উনার দিকনির্দেশনা ও পরামর্শতেই এটি করেছি। রোববার ম্যামের জন্মদিনে উনাকে ট্রিবিউট (শ্রদ্ধা নিবেদন) করে মিউজিক ভিডিওটি প্রকাশিত হবে।