তথ্য প্রতিদিন. কম:
ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান পরিচালনা করে অনলাইন জুয়ারি চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করেছে। জয়নুল আবেদীন পার্কের ব্রহ্মপুত্র ভ্যালি রেস্টুরেন্টের সামনে থেকে শুক্রবার তাদেরকে গ্রেফতার করে। তাদের কাছ থেকে ৫ মোবাইল ফোন ও নগদ সাড়ে ৬ লাখ টাকা উদ্ধার করে পুলিশ।
ডিবির ওসি সফিকুল ইসলাম জানান, গোপন সুত্রে খবর পেয়ে ডিবির এসআই পরিমল চন্দ্র সরকার সংগীয় অফিসার ফোর্সসহ জয়নুল আবেদীন পার্কের ব্রহ্মপুত্র ভ্যালি রেষ্টুরেন্টের সামনে থেকে শুক্রবার রাতে অভিযান চালিয়ে অনলাইন জুয়াড়িচক্রের ৫ সদস্যকে গ্রেফতার করে। তাদের কাছ থেকে ৫ টি মোবাইল ফোন ও নগদ সাড়ে ৬ লাখ টাকা উদ্ধার করা হয়। জুয়াড়িরা হলো, মমিনুল ইসলাম, সামির রেজা, মোঃ সাব্বির রহমান, আরাফাত রহমান ওরফে হিমেল ও তৌহিদুল ইসলাম ওরফে নাঈম। চক্রটি অনলাইন ভিত্তিক বিভিন্ন আ্যাপস ব্যবহার করে সফটওয়ারে জুয়া খেলে আসছে। তারা মোবাইল ব্যাংকিং পদ্বতিতে টাকা স্থানান্তর করে তা বৈদেশিক মুদ্রায় রূপান্তরিত করে এবং অনলাইনে সুপার ডিলারদের কাছ থেকে বিট কয়েন ক্য় করে সাব ডিলার ও জুয়াড়ীদের কাছে বিক্রি করে অনলাইন জুয়া পরিচালনা করে। তাদের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট-২০১৮ এর আওতায় মামলা দায়ের করে ডিবি পুলিশ।