৯ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৬শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রচ্ছদ বিনোদন ডিএমএস থেকে আসছে রুনা লায়লার নতুন গান
১৮, নভেম্বর, ২০১৯, ১১:৩৫ পূর্বাহ্ণ -

বিনোদন তথ্যপ্রতিদিন

ডিএমএস থেকে আসছে রুনা লায়লার নতুন গান
প্রথমবার নায়ক আলমগীর পরিচালিত ‘একটি সিনেমার গল্প’ ছবিতে একটি গানের সুর করে সুরকার হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন খ্যাতিমান শিল্পী রুনা লায়লা।
এবার তার সুরে দ্বিতীয় গান আসছে দেশের শীর্ষ সঙ্গীত প্রযোজনা প্রতিষ্ঠান ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) থেকে।
গানের শিরোনাম ‘ফেরাতে পারিনি’। গানটি গেয়েছেনও রুনা লায়লা। কবির বকুলের লেখা এ গানের সঙ্গীতায়োজন করেছেন রাজা কাশ্যফ। এ গানের মাধ্যমে দীর্ঘদিন পর নতুন গান কণ্ঠে তুলেছেন রুনা লায়লা। নিজের সুরে এটাই তার কণ্ঠে প্রথম গান। এরই মধ্যে গানটির একটি দৃষ্টিনন্দন ভিডিও তৈরি করা হয়েছে। ভিডিওতে অংশ নিয়েছেন শিল্পী নিজেই।
নির্মাণ করেছেন শাহরিয়ার পলক। আজ গানটি ডিএমএসের ইউটিউব চ্যানেলে প্রকাশ হবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির কর্ণধার সঙ্গীতশিল্পী ধ্রুব গুহ।
এ গান প্রসঙ্গে রুনা লায়লা বলেন- ‘গানটি মেলোডিয়াস ঘরানার, ক্ল্যাসিক্যাল বেইজড। আমার বিশ্বাস, এ গান শ্রোতা-দর্শকের মধ্যে অন্যরকম ভালোলাগার সৃষ্টি করবে। সংশ্লিষ্ট সবাই অনেক শ্রম দিয়ে গানটি করেছেন। বড় কথা, গানটির সঙ্গে আমাদের প্রত্যেকের ভালোবাসা জড়িয়ে আছে।’
ডিএমএস ইউটিউব চ্যানেলের পাশাপাশি গানটি শুনতে পাওয়া যাবে ডিএমএস ওয়েবসাইট, জিপি মিউজিক এবং বাংলালিংক ভাইবে।