তথ্য প্রতিদিন. কম:
ময়মনসিংহ কোতোয়ালী থানার এসআই মোঃ আনোয়ার হোসেন, এএসআই মাসুম, এএসআই ছামিউল ইসলাম যৌথভাবে থানা এলাকায় অভিযানে চুরি মামলার সাথে জড়িত দক্ষিন চরকালীবাড়ির আনোয়ারা বেগমের ভাড়াটিয়া মৃত মানিক মিয়ার ছেলে মোকছেস (৩৫) কে গ্রেফতার করা হয়েছে।
১ লা মে দুপুরে সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে চরকালীবাড়ি ব্রীজ সংলগ্ন আসামীর ভাড়াটিয়া বাসা থেকে চোরাই ২টি স্মার্ট মোবাইল ফোন ও নগদ পাঁচ হাজার তিনশত টাকা উদ্ধার করে কোতোয়ালী পুলিশ ।
চুরির ঘটনা স্বীকার করে আদালতে জবানবন্দী দিয়েছে আসামী মুকছেদ ।
চোর মুকছেদের নামে গৌরিপুর, ইশ্বরগঞ্জ ও ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানায় ৬টি পৃথক মামলায় অভিযুক্ত রয়েছেন ।
আসামীকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল