২৫শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

প্রচ্ছদ বিনোদন এনটিভিতে নতুন ধারাবাহিক ‘রূপ’
১৮, নভেম্বর, ২০১৯, ১১:৪৭ পূর্বাহ্ণ -

বিনোদন তথ্যপ্রতিদিন

এনটিভিতে নতুন ধারাবাহিক ‘রূপ’
এনটিভিতে শুরু হচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘রূপ’। এটি প্রতি সপ্তাহের রবি ও সোমবার রাত ৯টা ৪০ মিনিটে দেখা যাবে।
নাটকটি পরিচালনা করেছেন কামরুজ্জামান রনি। সম্পাদনাও করেছেন তিনি। এ নাটকের মূল গল্প রচনা করেছেন শফিকুর রহমান শান্তনু ও আসিব চৌধুরী।
নাটকের গল্পে দেখা যাবে, উন্নত দেশগুলিতে প্রবাসী বাঙালিদের স্বপ্ন ও স্বপ্নভঙ্গের মধ্য দিয়ে যে অস্তিত্ব সংকট তৈরি হয় তারই চিত্রিত রূপ। গল্পের প্রয়োজনেই আমেরিকাসহ বিশ্বের কয়েকটি দেশে শুটিং হয়েছে এই ধারাবাহিকের।
নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তৌকীর আহমেদ, লিটু আনাম, জাকিয়া বারি মম, হৃদি হক, তানজিকা আমিন, সাজু খাদেম, সানজিদা প্রীতি, এফ এস নাঈম, জুয়েল জহুর, শিল্পী সরকার অপু, আইরিন পারভীন লোপাসহ অনেকে।