চীফ রিপোর্টার: - রাজধানীর হাতিরঝিল থানা এলাকা থেকে ১৬ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা রমনা বিভাগ। গ্রেফতারকৃতের নাম মোঃ ফারুক গাজী।
মঙ্গলবার (২ মে ২০২৩খ্রি.) বিকেল ৪:৫৫টায় হাতিরঝিল থানার বড় মগবাজার এলাকায় অভিযান চালিয়ে গাঁজাসহ ফারুককে গ্রেফতার করে গোয়েন্দা-রমনা বিভাগের রমনা জোনাল টিম।
গোয়েন্দা-রমনা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মিশু বিশ্বাস, পিপিএম ডিএমপি নিউজকে জানান, মহানগর এলাকায় বিশেষ অভিযান পরিচালনাকালে তথ্য পাওয়া যায় কতিপয় মাদক কারবারি হাতিরঝিল থানার আউটার সার্কুসার রোডে বড় মগবাজারে বাটার জুতার দোকানের সামনে গাঁজা বিক্রির জন্য অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পালানোর সময় ১৬ কেজি গাঁজাসহ ফারুককে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ফারুকের বিরুদ্ধে হাতিরঝিল থানায় মামলা রুজু করা হয়েছে বলে জানান এই গোয়েন্দা কর্মকর্তা।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল