স্টাফ রিপোর্টার:
- ভিডিও কনফারেন্স এর মাধ্যমে বাংলাদেশ পুলিশে ক্যাডেট এসআই (নিরস্ত্র) পদে নিয়োগ ২০২৩ সংক্রান্তে এক প্রিলিমিনারী মতবিনিময় সভা ৩ মে ২০২৩ খ্রি. অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন, জনাব ব্যারিস্টার মোঃ হারুন অর রশিদ বিপিএম, অ্যাডিশনাল আইজিপি (এইচআরএম), বাংলাদেশ পুলিশ মহোদয়।
দেবদাস ভট্টাচার্য্য বিপিএম, ডিআইজি, বাংলাদেশ পুলিশ, ময়মনসিংহ রেঞ্জ রেঞ্জ কার্যালয়ের সম্মেলন কক্ষ হতে সভায় যোগদান করেন।
এ সময় সভা কক্ষে উপস্থিত ছিলেন মোঃ ফারুক হোসেন,পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ),রেঞ্জ ডিআইজি অফিস, কাজী শাহ্ নেওয়াজ পিপিএম সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশনস্),রেঞ্জ অফিস ময়মনসিংহ, ইমরানুল ইসলাম, সহকারী পুলিশ সুপার,(স্টাফ অফিসার টু ডিআইজি)রেঞ্জ অফিস ময়মনসিংহসহ অন্যান্য রেঞ্জ কর্মকর্তাগণ।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল