তথ্য প্রতিদিন. কম:
ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে (ডিবি) পাচ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় পৃথক তিনটি অভিযানে তাদেরকে গ্রেফতার করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে এককেজি গাঁজা ও ৩৬ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
ডিবির ওসি সফিকুল ইসলাম জানান, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এর নির্দেশে ময়মনসিংহকে মাদকমুক্ত করার লক্ষে ডিবি পুলিশ নিয়মিত মাদক বিরোধী অভিযান চালিয়ে আসছে। এরই অংশ হিসেবে মঙ্গলবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় পৃথক অভিযানে পাচ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এর মাঝে এসআই কমল সরকার সংগীয় অফিসার ফোর্সসহ ভালুকার মনোহরপুর এলাকা থেকে এক কেজি গাঁজা মাদক ব্যবসায়ী মোঃ রফিকুল ইসলাম, এসআ রেজাউল আমীন বর্ষন সংগীয় অফিসার ফোর্সসহ অভিযান চালিয়ে নগরীর কালিবাড়ি এলাকা থেকে ৭ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী মোঃ নাজিম উদ্দিন, মোঃ হৃদয় হাসান এবং এসআই আমিনুল ইসলাম সংগীয় অফিসার ফোর্সসহ অভিযান চালিয়ে নগরীর চামড়া গুদাম এলাকা থেকে ২৯ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী মোঃ আনোয়ার হোসেন, মোঃ আকাশ রহমান ওরফে হৃদয়কে গ্রেফতার করেন। তাদের বিরুদ্ধে পৃথক মামলা হয়েছে। মঙ্গলবার তাদেরকে আদালতে পাঠিয়েছে পুলিশ। এ অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ জানায়।