২৫শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

প্রচ্ছদ সারা বাংলা দৌলতপুরে মা-ছেলেকে শ্বাসরোধে হত্যা
১৮, নভেম্বর, ২০১৯, ১২:১৪ অপরাহ্ণ -

কুষ্টিয়া প্রতিনিধিঃ

কুষ্টিয়ার দৌলতপুরে মা ও ছেলেকে শ্বাসরোধ করে হত্যার ঘটনা ঘটেছে। সোমবার সকাল সাড়ে ১০ টার দিকে দৌলতপুর থানা পুলিশ উপজেলার রিফায়েতপুর ইউনিয়নের সোনাইকান্দি গ্রাম থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

রিফায়েতপুর ইউপি চেয়ারম্যান জামিরুল ইসলাম বাবু জানান, স্বামী পরিত্যক্তা ছানোয়ারা খাতুন (৪৯) ও তার সন্তান রাজকে (৯) গতরাতে কে বা কারা শ্বাসরোধে হত্যা করে দুই কক্ষে তাদের লাশ ফেলে রেখে যায়। সকালে নিহতের মরদেহ ঘরে পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ নিহত মা ও ছেলের মরদেহ উদ্ধার করে। তবে কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা এখনো জানা যায়নি।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান হত্যকাণ্ডের বিষয়ে বলেন, আমরা ঘটনাস্থলে রয়েছি। দুই কক্ষে মা ও ছেলে লাশ পড়ে রয়েছে। এই মুহূর্তে কিছু বলা যাচ্ছে না। পরে জানানো যাবে।

নিহত ছানোয়ারা খাতুন পার্শ্ববর্তী জর্দারপাড়া গ্রামের আব্দুল খালেকের মেয়ে।